ঢাকা রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

অপূর্ব’র জন্মদিন আজ

অপূর্ব’র জন্মদিন আজ

বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় শীর্ষ অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে তিনিই নাটকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে যাচ্ছেন। এখনও প্রতিনিয়ত দর্শক তার অভিনীত নতুন নতুন নাটকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। গেলো বছরের ২৪ ডিসেম্বর দীর্ঘদিনের জন্য অপূর্ব আমেরিকাতে গিয়েছিলেন। সেখানে যাবার আগে তিনি বেশকিছু ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করে গেছেন। অর্থাৎ যাবার আগে দিন রাত বিশ্রামহীন অনেক কষ্ট করে সময় দিয়ে তিনি বেশকিছু নাটকে অভিনয় করে গেছেন। যারমধ্যে কিছু নাটকে প্রচারিত হয়েছে গেলো রোজার ঈদে। আর কিছু নাটক প্রচারিত হয়েছে কোরবানির ঈদে। যেহেতু বাংলাদেশসহ বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকের কাছে অপূর্ব অভিনীত নাটকের প্রতি প্রবল আগ্রহ রয়েছে দর্শকের, তাই দর্শকের কথা মাথায় রেখেই অপূর্বর সিডিউলের সঙ্গে সমন্বয় করে নির্মাতারা নাটক নির্মাণ করেছেন। এরইমধ্যে অপূর্ব অভিনীত গত কোরবানির ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে এবং পরবর্তীতে ইউটিউবে প্রকাশ পাওয়া সবগুলো নাটকই রয়েছে বেশ আলোচনায়। গত ২০ জুন অর্থাৎ একই দিনে ‘দীপ্ত নাটক’ চ্যানেলে প্রকাশ পায় সৈয়দ শাকিল পরিচালিত ‘চিঠি দিও’ ও ‘ধুপছায়া’ চ্যানেলে প্রকাশ পায় মাশরিকুল আলমের ‘ঘ্রাণ’ নাটকটি। ‘চিঠি দিও’ নাটকের অপূর্ব’র বিপরীতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তটিনী এবং এখন পর্যন্ত নাটকটি ২০ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। অন্যদিকে ‘ঘ্রাণ’ নাটকে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন নাজনীন নীহা। নাটকটি এখন পর্যন্ত উপভোগ করেছেন ৭২ লাখেরও বেশি ভিউয়ার্স। ১৪ জুন ‘সুলতান এন্টারটেইনম্যান্ট’র চ্যানেলে প্রকাশ পায় মাশরিকুল আলমের ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’। এই নাটকটিতে অপূর্বর বিপরীতে চমৎকার অভিনয় করেছেন সাদিয়া আয়মান। নাটকটি এখন পর্যন্ত ৪১ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। জাকারিয়া সৌখিন পরিচালিত ‘প্রিয় প্রজাপতি’ নাটকে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ৮ জুন ক্যাপিটাল ড্রামা’য় প্রকাশিত নাটকটি এখন পর্যন্ত ৮৭ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। ১৬ জুন ‘এসবিই’ চ্যানেলে প্রকাশিত ‘ফিরে আসা’ নাটকটিতে অপূর্বর বিপরীতে আছেন তটিনী। এখন পর্যন্ত নাটকটি উপভোগ করেছেন ৩৮ লাখ ভিউয়ার্স। অপূর্ব অভিনীত এরইমধ্যে প্রচালিত এই প্রতিটি নাটকই গল্প, অপূর্বর অনবদ্য অভিনয় এবং অপূর্বর বিপরীতে থাকা সহশিল্পীদের ন্যাচারাল অ্যাক্টিং-এর কারণে নাটকগুলো দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। প্রচালিত এই পাঁচটি নাটকই দর্শকের মধ্যে বেশ আলোচনায় এসেছে। প্রতিটি সময়ের প্রচলিত নিয়মে সবগুলো নাটকের বেশকিছু প্রধান প্রধান এবং আকর্ষণীয় দৃশ্য এরইমধ্যে ফেসবুকে, রিলসে বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং আলোচনাতেও এসেছে। এদিকে আজ অপূর্ব ও তার একমাত্র ছেলে আয়াশের জন্মদিন। নিজের অভিনীত নাটক, দর্শকের ভালোবাসা-আগ্রহ এবং জন্মদিন প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমি সবসময়ই দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত