সৈয়দ আব্দুল হাদী, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে অনেক কালজয়ী গান তিনি উপহার দিয়েছেন। আধুনিক, দেশাত্মবোধক ও চলচ্চিত্রে গাওয়া তার অধিকাংশ গানই গেঁথে আছে ভক্ত-শ্রোতার মনে। একজন সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে আজ থেকে দশ বছর আগে জন্মদিনের একটি বিশেষ গান করা হয়েছিল। গানটির শিরোনাম ছিল ‘তুমি ছুঁয়েছো নীলিমার নীল’। ওমর ফারুকের কথায় ও প্রয়াত সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ’র সুর সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন ফাহমিদা নবী, মুহিন, চম্পাসহ আরও বেশ কয়েকজন শিল্পী। অভি মঈনুদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে গানটি প্রযোজনা করেছিলেন ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ। বরেণ্য সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর আজ ৮৫তম জন্মবার্ষিকী। তবে দিনটিকে ঘিরে কোনো পরিকল্পনা নেই। অবশ্য সৈয়দ আব্দুল হাদী জানান কখনোই তার জন্মদিন নিয়ে বিশেষ কোনো আয়োজন তিনি করেননি। সবাই দিনটিতে শুভেচ্ছা জানান, দোয়া করেন, এটাই তার বড় প্রাপ্তি। সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘কখনোই জন্মদিন নিয়ে বিশেষভাবে উদযাপনের আগ্রহ আমার ছিল না। এখন নেই। পরিবারের সঙ্গে সময় কাটে, এটুকুই আমার ভালোলাগা। আর ৮৫তম জন্মবার্ষিকী এটা কোনো বিশেষ কিছু নয়। মানুষ বাঁচলে চলমান প্রক্রিয়ায় তার বয়স বাড়বে, এটাই স্বাভাবিক। এটাকে বিশেষায়িত করার কোনো কিছু নেই। আল্লাহ সুস্থ রেখেছেন ভালো রেখেছেন, আলহামদুল্লিাহ। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি ভালো থাকি। আরও কিছু ভালো ভালো গান যেন গেয়ে যেতে পারি।’ একজন সৈয়দ আব্দুল হাদী কখনোই প্রত্যাশা ও প্রাপ্তির হিসেব করে গান করেননি। গানকে ভালোবেসে গান করে গেছেন। তবে গান গেয়ে মানুষের যে ভালোবাসা পেয়েছেন এটাই তার কাছে বড় প্রাপ্তি।