তানিয়া বৃষ্টি, এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। এই সময়ে বাংলাদেশের নাট্যাঙ্গনে নাটকে অভিনয় করে যে সব অভিনেত্রীরা বাংলাদেশের নাটককে আলোচনায় রাখছেন প্রতিনিয়ত, যাদের নাটক দেখার জন্য দর্শক দেশে বিদেশে প্রতিনিয়ত অপেক্ষা করেন সেই সব অভিনেত্রীদের তালিকায় তানিয়া বৃষ্টি রয়েছেন শীর্ষে। চ্যানেল আই আয়োজিত ‘ভিট তারকা’য় সেকেন্ড রানার আপ হয়ে মিডিয়াতে তার যাত্রা শুরু হয়। তার অভিনীত প্রথম নাটক ছিল আজ থেকে এক যুগ আগে ‘ঝুঁকির মধ্যে আছি’। এতে তার সহশিল্পী ছিলেন আখম হাসান। তবে এই নাটকটি প্রচারে আসেনি। প্রথম প্রচারে আসে শরাফ আহমেদ জীবনের গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন, যাতে মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি। এরপর অবশ্য তার অভিনীত নাটক যেমন প্রচারে আসতে শুরু করে। তানিয়া বৃষ্টি তার অভিনয় জীবনের শুরু থেকেই নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই দাঁড় করানোর চেষ্টা করছিলেন। ভালো ভালো গল্পের নাটকে তিনি অভিনয় করার সুযোগ খুঁজতেন। কেউ কেউ সহযোগিতার মনোভাব নিয়ে পাশে এসে দাঁড়িয়েছেও। কিন্তু তানিয়া বৃষ্টির মধ্যে যে অভিনয়ের সুপ্ত প্রতিভা আছে তা সত্যিকার অর্থেই খুঁজে বের করতে পেরেছিলেন পরিচালক জাকিউল ইসলাম রিপন। ২০২২ সালে তার নির্দেশিত ‘পিনিকেই ঝিনিক’ নাটকে দুর্দান্ত অভিনয় করেই আলোচনায় আসেন। এতে বৃষ্টি তুখোড় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন। এক নাটকেই সবার দৃষ্টি ঘুরে যায় বৃষ্টির দিকে। আর এরপর একে একে সব ভালো ভালো গল্পে যেমন কাজ করার প্রস্তাব আসতে থাকে, গুণী নির্মাতারা, প্রজন্মের মেধাবী নির্মাতারা তাকে নিয়ে একের পর এক নাটক নির্মাণ শুরু করেন। ২০২২ থেকে ২০২৫ অর্থাৎ আজ অব্দি বৃষ্টি একের পর এক ভালো ভালো গল্পের নাটকেই নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।