ঢাকা বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

টালিউডে পা রাখছেন নওশাবা

টালিউডে পা রাখছেন নওশাবা

জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবার পা রাখতে চলেছেন টালিউডে। তার প্রথম টালিউড সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’ চলতি বছরের দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন ওপার বাংলার খ্যাতিমান নির্মাতা অনিক দত্ত। ২০২২ সালে শুটিং শেষ হলেও নানা কারণে এতদিন আটকে ছিল ছবির মুক্তি। অবশেষে ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে নির্মিত সিনেমাটি মুক্তির তারিখ পেয়েছে। এরইমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমার মোশন পোস্টার, যা দর্শকমহলে আগ্রহ বাড়িয়ে দিয়েছে। সিনেমাটিতে নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি তরুণীর চরিত্রে, যিনি নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসেন। মূল চরিত্রে আছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। নওশাবা জানান, ‘সিনেমায় আমি আর আবির দুজনেই ফেলুদার ভক্ত। গল্পের প্রতিটি স্তরে ছড়িয়ে রয়েছে সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা। তবে এটি সরাসরি কোনো গোয়েন্দা গল্প নয়।’ নওশাবা জানান, সবকিছু যেন এক ম্যাজিকের মতো ঘটেছে। হঠাৎ করেই অনিকদার টেক্সট পাই, তারপর অডিশনের মাধ্যমে সিনেমায় সুযোগ হয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করেছি। এখন যখন সিনেমাটি দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে, তখন মনে হচ্ছে স্বপ্ন সত্যি হচ্ছে। এই সিনেমাকে নওশাবা দেখছেন নিজের ক্যারিয়ারের নতুন এক অধ্যায় হিসেবে। সবকিছু ঠিক থাকলে মুক্তির সময় তিনি কলকাতায় যাওয়ার পরিকল্পনা করেছেন। সিনেমাটি শুধু একটি প্রজেক্ট নয়, বরং এটি তার জন্য দুই বাংলার সংযোগস্থলে নিজের শিল্পীসত্তার নতুন রূপ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত