বাংলাদেশে এই সময়ে অন্যতম জনপ্রিয় একজন উপস্থাপিকার নাম নীল হুরেজাহান। উপস্থাপনায় তিনি দেশে বিদেশে বেশ সুনাম কুঁড়িয়েছেন। তবে এবার তার হাতে উপস্থাপনার জন্য উঠে এলো আন্তর্জাতিক সম্মাননা। গত ১৩ জুলাই কানাডার মন্ট্রিয়ালে অনুষ্ঠিত হলো ‘রং ইন্টারন্যাশনাল স্টার ও বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৫।’ মন্ট্রিয়ালের শেরাটন লাভাল হোটেলে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই টেলিভিশন ও মিডিয়ার শ্রেষ্ঠ উপস্থাপিকা হিসেবে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। কানাডার মাটিতে এবারই প্রথম নীল হুরেজাহানের হাতে শ্রেষ্ঠ উপস্থাপিকার সম্মাননা উঠে এলো। আর তাতে তিনি ভীষণ উচ্ছ্বসিত। নিজের এই আন্তর্জাতিক সম্মাননা প্রাপ্তির স্বীকৃতির বিশেষ বিশেষ মুহূর্তের ছবি নিজের ফেসবুক ওয়ালেও শেয়ার করেছেন। কারণ দেশের মাটিতে নানান সংগঠন কর্তৃক বিভিন্ন সময়ে নীল হুরেজাহান সম্মাননায় ভূষিত হয়েছেন। তবে দেশের বাইরের এই স্বীকৃতির প্রতি একটা আলাদা ভালোলাগা কাজ করে। তাই এই মুহূর্তে দেশের বাইরে ভীষণ ফুরফুরে মেজাজে আছেন নীল হুরেজাহান। নীল হুরেজাহান বলেন, ‘কিছুদিন আগেই নর্থ আমেরিকা ট্যুরে বেরিয়েছি আমি। আমার কাছে কাজ এবং ঘুরে বেড়ানো দুটো একসঙ্গে হলে ভীষণ আনন্দ কাজ করে মনের ভেতর। এবারও তাই হচ্ছে। টেলিভিশন ও মিডিয়ায় উপস্থাপক হিসেবে সুনামের সঙ্গে সুন্দরভাবে সফলতার সঙ্গে কাজ করার স্বীকৃতি স্বরূপ আমি শ্রেষ্ঠ উপস্থাপিকা হিসেবে এই সম্মাননায় ভূষিত হয়েছি গত ১৩ জুলাই। কানাডার মন্ট্রিয়ালের মাটিতে যখন আমার হাতে এই সম্মাননা উঠে আসে তখন আসলে চোখের সামনে অনেক কিছু ভেসে উঠছিল। আজকের এই পর্যায়ে আসতে কতো শ্রম দিতে হয়েছে, কতো সংগ্রাম করতে হয়েছে।