বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। আধুনিক গান দিয়েই তিনি শ্রোতা দর্শকের মন জয় করে নিয়েছিলেন। তবে এই সময়ে এসে ফোক গান প্রকাশেও তিনি ভীষণ মনোযোগী হয়ে উঠেছেন। কারণ তার কণ্ঠে এখন শ্রোতা দর্শকেরা ফোক গানও শুনতে চাইছেন। এরইমধ্যে আরটিভি মিউজিক-এ ‘ফোক স্টেশন- সিজন সিক্স’-এ প্রকাশিত হয়েছে লুইপার কণ্ঠে ‘আশিকজন দিওয়ানা’ গানটি। গানটির কথা ও সুর গণি পাগলের। গানটির সঙ্গীতায়োজন করেছেন তুহিন আহমেদ আল আমিন। গানটির মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন নূর হোসেন হীরা। ফোক গানে নিয়মিত হওয়া এবং নতুন গান প্রসঙ্গে লুইপা বলেন, ‘আরটিভি মিউজিকের ফোক স্টেশনের মতো ভীষণ জনপ্রিয় একটি আয়োজনে আমার গাওয়া ফোক গানগুলোর এতো সুন্দর করে উপস্থাপন করা হচ্ছে এটা ভাবতেই ভালো লাগে। কৃতজ্ঞতা এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে। এর আগেও আরও দুটি গান এই আয়োজনে গেয়েছি। আমার দর্শক রা জানিয়েছেন এই আয়োজনে আমার উপস্থিতি তাদেরকে মুগ্ধ করেছে। এটাই আমার অনেক বড় প্রাপ্তি। কারণ আমাদের সব কষ্ট, সব শ্রম স্বার্থক হয় যখন শ্রোতা দর্শক বলেন গান তাদের ভালোলাগছে। আমি ফোক গানে আগামীতে আরও মনোযোগী হবো। সত্যি বলতে কী স্টেজ শোতে ফোক গানেরও বিশেষ বিশেষ অনুরোধ থাকে। সেই ভালোলাগা থেকেই আসলে ফোক গানে আরও একটু মনোযোগী হয়ে উঠলাম।’ চ্যানেল আই সেরাকণ্ঠ’খ্যাত সঙ্গীতশিল্পী লুইপা স্বামী আলমগীর হোসেন এদেশের প্রখ্যাত একজন মিউজিসিয়ান। একজন সঙ্গীত পরিচালকও তিনি। বগুড়ার মেয়ে লুইপার প্রথম একক অ্যালবাম ছিল ‘ছায়াবাজি’।