দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন গত ৫ জুলাই থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে কিডনি রোগ ও শারীরিক নানান জটিলতা নিয়ে চিকিৎসাধীন তিনি। একুশে পদকপ্রাপ্ত এ শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ৯ জুলাই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদা পারভীনের ক্রমেই উন্নতি হচ্ছে। তিনি বিছানায় উঠে বসতেও পারছেন।
ফরিদা পারভীনের শারীরিক অবস্থার বিষয়ে জানতে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তীর সঙ্গে আজ (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে যোগাযোগ করা হয়। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘তার (ফরিদা পারভীন) অবস্থা আগের চেয়ে বেশ ভালো। তার রুটিন ডায়ালাইসিস চলছে। সপ্তাহে তার ৩টি ডায়ালাইসিস হয়। আগের চেয়ে তার জ্ঞানের মাত্রাটাও ইমপ্রুভ করেছে। তিনি শোয়া অবস্থা থেকে বসতে পারছেন।’
তিনি আরও বলেন, ‘গতকাল (১৮ জুলাই) আমরা তাকে একটু দাঁড়ও করিয়েছিলাম। শরীরের অবস্থা যদি আর খারাপ না হয় আমরা হয়তো তাকে শিগগির বাড়িতে পাঠাতে পারবো বলে আশা করছি। তিনি মাল্টি অর্গান ফেইলিয়রের রোগী হওয়ার কারণে তার ক্ষেত্রে স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। যে কোনো সময় তার অবস্থা খারাপ হতে পারে। তবে এখন পর্যন্ত তার অবস্থা ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে।’
কবে ফরিদা পারভীন বাসায়ে যেতে পারবেন? জানতে চাইলে আশীষ কুমার চক্রবর্তী বলেন, ’এ বিষয়ে আমরা আরও চার-পাঁচদিন পর এ সিদ্ধান্ত নেবো।’