
গলায় সংক্রমণ ও টনসিলে আক্রান্ত হয়ে গত আট দিন ধরে কথা বলতে পারছেন না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সোশ্যাল মিডিয়ায় অসুস্থতার বিষয়ে অভিনেত্রী নিজেই জানিয়েছেন। গত মঙ্গলবার এক পোস্টে ফারিয়া লেখেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি, ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।’ অসুস্থতার প্রসঙ্গে তিনি বলেন, ‘৫ তারিখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম এবং নিজেকে কথা বলার জন্য জোর করার ফলে অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখের বিষয়, আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।’ বর্তমানে কোনো ফোনকল রিসিভ করতে পারছেন না উল্লেখ করে ফারিয়া, ‘আমার অনেক ফোন আসছে, কিন্তু এখনই তা ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।’ অভিনেত্রীর অসুস্থতার খবর চিন্তার ভাজ ভক্তদের কপালে। ফারিয়ার পোস্টের মন্তব্যের ঘরে তার সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা। একজন লিখেছেন, ‘দোয়া করি আল্লাহ যেনো তাড়াতাড়ি সুস্থতা দান করে।’ অন্য একজন লিখেছেন, ‘ফি আমানিল্লাহ আল্লাহ সুস্থতা দান করুক।’