
সময়ের অভিনেতা আরশ খান প্রথমবার কাজ করলেন ওটিটি প্ল্যাটফর্ম চরকির কোনো কনটেন্টে। সিরিজটির নাম ‘আঁতকা’। গতকাল বুধবার দিবাগত রাত ১২টায় এটি মুক্তি পাচ্ছে প্ল্যাটফর্মটিতে। আরশ খানের সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। পর্দার জুটি হিসেবে এখন তারা বেশ দর্শকপ্রিয়। পর্দার বাইরে এই দুই অভিনয়শিল্পী ভালো বন্ধুও। বাস্তব জীবনে এই দুই বন্ধু একে অপরকে কতটা জানেন? সম্প্রতি এক আলোচনায় সেই পরীক্ষা দিয়েছেন তারা। পরীক্ষার শুরু হয় খেলার প্রসঙ্গ দিয়ে। সুনেরাহকে আরশ খানের প্রশ্ন- আমার প্রিয় ফুটবল টিম কোনটা? সুনেরাহ, ‘পর্তুগাল’। আরশ, ‘ঠিক’। সুনেরাহ- আমার রাশি কী? আরশ, ‘লিও (সিংহ রাশি)’। সুনেরাহ, ‘ঠিক আছে, কিন্তু আমার যোডিয়াক কাস্প লিও-ভার্গো (কন্যা রাশি)’।
দুজন যে দুজনকে ভালোই জানেন, সেটা আরও বোঝা গেল যখন তারা একে অপরের লাভ ল্যাঙ্গুয়েজ (ভালোবাসার ভাষা) ব্যাখ্যা করলেন। আরশ জানালেন, সুনেহরার লাভ ল্যাঙ্গুয়েজ হলো দামি উপহার দেওয়া। আর আরশেরটা হলো, যাকে আরশ ভালোবাসে বা পছন্দ করে তাকে অনেক কষ্ট করে হলেও সেই জিনিসটা দেয়, যেটা সেই পছন্দের মানুষ ডিজার্ভ করে, জানান সুনেরাহ। বোনাস হিসেবে আরশের আরেকটা লাভ ল্যাঙ্গুয়েজ বলেন সুনেরাহ, ‘অভিমান করা আরশের আরেকটা লাভ ল্যাঙ্গুয়েজ।’
প্রথমবার সিরিজের গল্প লেখার মতো ‘আঁতকা’য় প্রথমবার প্লে-ব্যাক করেছেন রাবা খান। ১৩ জানুয়ারি রাতে প্রকাশ পেয়েছে তার গাওয়া ‘হায় মন’ শিরোনামের গানটি। রোমান্টিক ঢংয়ের গানটিতে জুটি হিসেবে দেখা গেছে আরশ-সুনেরাহকে।