
দক্ষিণী মেগাস্টার যশের পরবর্তী সিনেমা ‘টক্সিক-এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। ট্রেলার বা ঝলক প্রকাশের পরপরই ছবির ‘টক্সিক’ বিষয়বস্তু নিয়ে সাধারণ দর্শক ও সমালোচকদের মধ্যে বিভাজন দেখা গেছে। এরই মাঝে ভাইরাল হয়েছে যশের পুরোনো একটি মন্তব্য। যশের সেই আগের ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ তাকে ‘দ্বিমুখী’ বলে কটাক্ষ করছেন। সিনেমাটির ঝলকে দেখা যায়, রণক্ষেত্রের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যশের সঙ্গে এক নারীর অতিঘনিষ্ঠ দৃশ্য। খ্রিস্টান গোরস্থানে গোলাগুলি ও মারপিটের দৃশ্যের মধ্যে কেন এমন যৌনদৃশ্য ব্যবহার করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সমালোচকদের দাবি, এই দৃশ্যটি শুধু দর্শক টানার জন্য সস্তা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, যা আদতে নারীবিদ্বেষী মানসিকতাকে উস্কে দেয়। এমনকি নেটপাড়া থেকে এই দৃশ্য সরিয়ে ফেলার দাবিও উঠেছে। বর্তমান বিতর্কের মধ্যেই ভাইরাল হয়েছে যশের এক পুরোনো সাক্ষাৎকার। যেখানে তিনি বলেছিলেন, ‘আমি এমন কোনো দৃশ্যে কোনো দিন অভিনয় করব না, যা আমি আমার বাবা ও মায়ের সঙ্গে বসে দেখতে পারব না।’