ঢাকা বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মারামারিতে বিএনপি

মারামারিতে বিএনপি

দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা ও সংঘর্ষ থামছে না। চলমান অস্থিরতার পেছনে এলাকার আধিপত্য বিস্তার, চাঁদার টাকা ভাগবাঁটোয়ারা, বালু বাণিজ্য ও ফুটপাত দখল নিয়ে সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে। আর এসব অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে দেশের বড় রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরা জড়িয়ে পড়ছেন। নিজেদের মধ্যে সংঘর্ষে নেতাকর্মীরা আহত ও নিহত হয়েছেন। গতকাল চব্বিশ ঘণ্টায় সারা দেশে বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এক বিএনপির কর্মী নিহত হওয়ার পাশাপাশি অর্ধশত আহত হয়েছেন।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বহু নেতাকর্মী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন কারণে প্রায় প্রতিদিন নেতাকর্মীদের বহিষ্কার করছে বিএনপি। বহিষ্কারের পরেও দেশজুড়ে সংঘর্ষের ঘটনা যেন থামছেই না। ব্যক্তি স্বার্থে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন।

সূত্র জানায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর সারা দেশে শুরু হয় সহিংসতা। দেশের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। দল থেকে নেতাকর্মীদের বহিষ্কার করলেও তা অনেকেই কর্ণপাত করছেন না। অনেক সময় দেখা যায়, অপরাধের দায়ে যে নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়, সেই নেতাই ওই এলাকার আধিপত্য বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ওই বহিষ্কৃত নেতা পেছনে থেকে বিএনপির অন্য নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাজিয়ে দেয়ার জন্য উস্কানি দিয়ে থাকেন।

রাজশাহী : গত মঙ্গলবার বিকালে রাজশাহীর তানোরে ইফতার মাহফিলের পূর্বে কৃষ্ণপুর মোড়ে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোত্তুজাদের অনুসারীদের সঙ্গে ওই ইউনিয়নের সাবেক সভাপতি মোমিন গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটে। দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত গানিউল ইসলাম (৫০) মারা গেছেন।

স্থানীয়রা জানান, মাহফিল শুরুর দিকে পাচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান ও সাবেক সভাপতি আব্দুল মোমিন দুই গ্রুপের নেতাকর্মী সমর্থকরা কৃষ্ণপুর মোড়ে প্রধান অতিথিকে গ্রহণ করার জন্য রাস্তায় অপেক্ষা করছিলেন। তবে সাবেক সভাপতি আব্দুল মোমিন গ্রুপের পক্ষ থেকে তারাই প্রধান অতিথিকে বরণ করে নিয়ে যেতে চাইলে বাঁধা দেয় প্রতিপক্ষ। এতে ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন ও তার বড় ভাই গানিউল ইসলাম ও তাদের অনুসারী নেতাকর্মীরা বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোত্তুজার ওপর হামলা চালায়। খবরটি ছড়িয়ে পড়লে প্রভাষক মুজিবুর রহমানের অনুসারীরা হামলা চালায়। এতে গানিউল গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দুপুরে তিনি মারা যান। এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফজাল হোসেন বলেন, কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কুমিল্লা : মঙ্গলবার তারাবির নামাজের পর কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে বালু ব্যবসাকে কেন্দ্র করে যুবদল ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত ৩০ জন। যাদের মধ্যে রবি নামের এক যুবদল নেতার অবস্থা আশঙ্কাজনক। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় অন্তত পাঁচজন ব্যক্তি জানান, দুই গ্রুপই নলচরসহ মেঘনা নদীর চরে বালু উত্তোলন করে। আধিপত্য নিয়ে দুই গ্রুপ কয়েকদিন আগেও মুখোমুখি হয়। হামলায় এক গ্রুপের নেতৃত্ব দেয় মো. রবি। তিনি চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি। অপর গ্রুপের নেতৃত্ব দেয় মো. বারেক। তিনি চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।

ভোলা : ভোলার মনপুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতের এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম এবং কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নয়ন গ্রুপের হামলায় আলম গ্রুপের তিনজন আহত হন। পরে নয়ন গ্রুপের সংঘবদ্ধ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হাজিরহাট উত্তর বাজার ও হাসপাতালে দুই দফা হামলা চালায়। এসময় সেখানেও সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। হামলায় আহতরা হলেন- আরাফাত রহমান কোকো পরিষদের সভাপতি মো. আবদুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লোকমান মেম্বার, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দুলাল, ছাত্রদল নেতা শাহিন আলম, আবুল কাশেম, সাবিত ও সোহেল। বাকি আহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা।

সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিন জামায়াতকর্মীসহ ১২ জন আহত হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাশিমাড়ী বাজারে এ ঘটনা ঘটে। কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আজিজুল সরদার ও বিএনপি কর্মী আক্তার ফারুকের সমর্থকদের এ সংঘর্ষ হয়। এতে আহত হন- আক্তার ফারুক, শহিদুল্লাহ, রফিকুল ইসলাম, মনজুর হোসেন, সফিকুল ইসলাম, খোকন পাকানি, হেলাল, মাসুদ, আল মামুন, জামায়াত কর্মী তহুর মোল্যা, মিজানুর রহমান ও আব্দুর রহমান। আহতদের মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ওয়ার্ড বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে উপজেলার চরফরাদী ইউনিয়নের নামা মির্জাপুর ফুরকানিয়া মাদরাসা মাঠে এ ঘটনা ঘটে। মারামারির জেরে পূর্ব নির্ধারিত সম্মেলন প- হয়ে যায়। সম্মেলনে কমিটি গঠনের পদ্ধতি নিয়ে সভাপতি প্রার্থী সৈয়দ মিয়া ও মোশারফ হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত