ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সড়কে ঝরল ১২ প্রাণ

* নোয়াখালীতে ট্রাকচাপায় ছয় অটোরিকশাযাত্রী নিহত * হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল তিনজনের * মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই * ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
সড়কে ঝরল ১২ প্রাণ

দেশের কোথাও না কোথাও প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটছে। কোনোভাবেই মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না। গতকাল মঙ্গলবার প্রতিনিধিদের পাঠানো তথ্য মতে সড়ক দুর্ঘটনায় একদিনে আরও ১২ জন নিহত হয়েছে।

নোয়াখালীতে ট্রাকের চাপায় ছয় অটোরিকশাযাত্রী নিহত : নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় চালকসহ অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কে পূর্ব ফতেহপুরে কবিরহাট ফাজিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে বলে জানান কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া। নিহতরা হলেন- অটোরিকশা চালক খোকন (৪৬), যাত্রী মো. সুমন (৩৩), শাহাদাত হোসেন (৩৬) এবং নোয়াখালী সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানিম হাসান (২৬)। তবে তাৎক্ষণিক এক নারীসহ অন্য দুজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শহর মাইজদী থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা বসুরহাটের উদ্দেশে যাচ্ছিল। পথে অটোরিকশাটির সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পাশে চলে যায়। এ সময় বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে দূরে নিয়ে যায়। এতে অটোরিকশা চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত দুইজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন বলে জানান ওসি শাহীন মিয়া। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পরপর ট্রাক রেখে পালিয়ে যান চালক ও সহকারী। পরে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়। হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিনজনের : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের। ওসি জানান, ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী এনা পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আহত হন দুই বাসের অন্তত ২০ যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ওসি আবু তাহের। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই : টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত অটোরিকশা-বাসের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা আন্ডারপাসের ওপরে এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক রইজ উদ্দিন (৪৬) ও হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশার যাত্রী আব্দুল হামিদ (৬০) মৃত্যুবরণ করেন। নিহত রইজ উদ্দিন উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে ও আব্দুল হামিদ একই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ভাষ্য, দুর্ঘটনার শিকার অটোরিকশাটি দেওহাটা আন্ডারপাসের ওপর দিয়ে গোড়াইয়ের দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। অটোরিকশা সাধারণত মহাসড়কের সার্ভিস লেন ব্যবহার করলেও ওই রিক্সাটি মহাসড়কের মূল সড়ক ও আন্ডারপাসের ওপর দিয়ে যাচ্ছিল।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, বাসটি চিহ্নিত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত : ঝিনাইদহ জেলার মহেশপুরে মোটরসাইকেল ও স্যালোইঞ্জিন চালিত আলমসাধু গাড়ির মুখোমুখি সংঘর্ষে সজীব হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব হোসেন উপজেলার লড়াইঘাট মাঠপাড়া গ্রামের সানোয়ার খানের ছেলে। তিনি পদ্মপুকুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানিয়েছে, সকালে সজীব মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। পথে অনন্তপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধু গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সজীব গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত আলমসাধু গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক ভাবে লাশ দাফন করা হবে বলে জানতে পেরেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত