
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ও স্টার নিউজ টেলিভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিজানুর রহমানকে ছাত্রদল নেতা কর্তৃক মারধরের হুমকির অভিযোগের প্রেক্ষিতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে অভিযোগ তদন্ত করে পাঁচ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও স্টার নিউজ টেলিভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিজানুর রহমান গত ২৭ জানুয়ারি প্রক্টর বরাবর একটি অভিযোগপত্র দেন। ওই অভিযোগপত্রে উত্থাপিত সার্বিক বিষয় তদন্তের জন্য উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার কমিটি গঠন করেন।
তদন্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কোরবান আলীকে। অপর সদস্য হিসেবে রয়েছেন একাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ শফিউর রহমান চৌধুরী।
প্রসঙ্গত, গত সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ‘মাদকে অভিযুক্ত চবি ছাত্রদল কর্মী অবৈধভাবে থাকছেন হলে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সাংবাদিক এম. মিজানুর রহমানকে হোয়াটসঅ্যাপে ভয়াবহ হুমকি দেওয়া হয়। এ হুমকি দেন শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সিফাতুল ইসলাম, নিজেকে সালমান পরিচয় উপস্থাপন করে।
এ ঘটনার পর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক। মারধরের হুমকির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।