ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জে ধানের শীষের সমর্থনে নির্বাচনী প্রচারণা ও পথসভা

হাজীগঞ্জে ধানের শীষের সমর্থনে নির্বাচনী প্রচারণা ও পথসভা

“সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের একাংশের আয়োজনে বুধবার (২৮ জানুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খাঁনের সার্বিক তত্ত্বাবধানে পৌর ০৬ নং ওয়ার্ড মকিমাবাদ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড দিয়ে ধেররা, খাটরা, বিলওয়াই, বলাখাল, কৈয়ারপুল, বাকিলা বাজার, দেবপুর, শ্রীপুর, রাজারগাঁও বাজার ও চেঙ্গাতলী বাজারে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করে তাদের হাতে লিফলেট তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান দিলদার হোসেন কিসলু, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমিন সরদার বাবু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শহীদ উল্ল্যা, বিএনপি নেতা হারুনর রশিদ, বিএনপি নেতা সাবেক আনসার কমান্ডার মো. শাহ আলম, রাজারগাঁও ইউনিয়ন বিএনপি নেতা জালাল উদ্দীন বেপারী, পৌর বিএনপি নেতা হাবিবুর রহমান সেলিমসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

পথসভা,নির্বাচনী প্রচারণা,হাজীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত