ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

যারা সংস্কারের বিপক্ষে, তাদের সঙ্গে জোট নয়

বললেন হাসনাত আবদুল্লাহ
যারা সংস্কারের বিপক্ষে, তাদের সঙ্গে জোট নয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আগামী নির্বাচনে কোনও চাঁদাবাজ ও মাফিয়াদের সঙ্গে জোট করবে না এনসিপি। যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে কোনও জোট হবে না। তবে যারা সংস্কারের পক্ষে আছে, তারা যদি আমাদের সঙ্গে জোট করতে চায়, তাহলে আমাদের দরজা খোলা আছে।’ গতকাল বৃহস্পতিবার বিকালে রাঙামাটি শহরের কুমার সমিত রায় জিমনেসিয়ামে তিন পার্বত্য জেলার এনসিপির নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান ও পার্বত্য অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমন সৈয়দসহ তিন পার্বত্য জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী। জাতীয় নির্বাচনের আগে গণভোটের আদেশ জারি করতে হবে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া গণভোটের আদেশ প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর হাত থেকে গণভোটের আদেশ ও জুলাই সার্টিফিকেট নেওয়া যাবে না। তার চেয়ে ভালো বিষ খেয়ে মরে যাওয়া। একইসঙ্গে জুলাই সনদে ড. মুহাম্মদ ইউনূসকেই স্বাক্ষর করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিগত নির্বাচনগুলোতে প্রশাসন, পুলিশ ও গণমাধ্যমকে হাতিয়ার বানানো হয়েছিল। এবার অন্তত জনগণকে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিন। এবারও যদি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট না হয়, তাহলে জাতি হিসেবে আমাদের কেউ ক্ষমা করবে না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত