ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নভেম্বরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে ২৯ জনের মৃত্যু

নভেম্বরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে ২৯ জনের মৃত্যু

গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তে সারা দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়, তিন জন দক্ষিণ সিটিতে, এছাড়া ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশনের বাইরের একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০৭ জনের। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তির গত এক সপ্তাহের অর্থাৎ ১ থেকে ৬ নভেম্বর পর্যন্ত হিসেবে দেখা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২ নভেম্বর পাঁচ জন, ৩ নভেম্বর পাঁচ জন, ৪ নভেম্বর চার জন, ৫ নভেম্বর ১০ জন এবং আজ ৬ নভেম্বর পাঁচ জন মিলিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২০০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭১ জন, খুলনা বিভাগে ৫৫ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৬৬ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৭৯ জন (সিটি করপোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৩৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭৬ হাজার ২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত