ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নাশকতার আগুন বিভিন্ন জায়গায়

* গাজীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা * বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখার প্রধান ফটকে আগুন * ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন * রাজধানীর হাজারীবাগে মধ্যরাতে বাসে আগুন * সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন * সাভারে পাঁচ ঘণ্টার ব্যবধানে আরেকটি বাসে আগুন * সিলেটে অ্যাম্বুলেন্সে আগুন দিল দুর্বৃত্তরা * নোয়াখালীতে মধ্যরাতে সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ, বিস্ফোরণের শব্দ * গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা, ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত বাস
নাশকতার আগুন বিভিন্ন জায়গায়

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ ঘোষণার নির্ধারিত দিন ছিল গত ১৩ নভেম্বর। সেদিনটিতে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ৭ নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয়। আজ সোমবার এ মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অনলাইনে আবার কর্মসূচির কথা বলছে। এর মধ্যে রাজধানীসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

গাজীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা : গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা হামলা হয়েছে। গত শনিবার রাত ২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে এ ঘটনা ঘটে। গ্রামীণ ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক রেহানা পারভিন বলেন, তাদের নিরাপত্তাপ্রহরী ব্যাংকের ভেতর ছিলেন। রাত ২টায় কয়েকজন ব্যাংকের প্রধান ফটক খোলার জন্য চেষ্টা করেন। এ সময় হঠাৎ বিকট শব্দ হয়। নিরাপত্তাপ্রহরী দেখতে পান ৭-৮ জন সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এরপর তিনটি বিকট শব্দ হয়। তারা তিনটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একটি বোমা ব্যাংকের সীমানার মধ্যে পড়ে। এতে ব্যাংকের বাইরের সাইনবোর্ডের আংশিক পুড়ে গেছে। এ ঘটনার পর ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী আতঙ্কের মধ্যে আছেন।

রেহানা পারভিন বলেন, ‘আমাদের ব্যাংকের নিয়মিত কার্যক্রম চলমান আছে। লেনদেন চলছে। আমি থানায় যাচ্ছি। সাধারণ ডায়েরি করব। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চলে গেছে।’

স্থানীয় কয়েকজন জানান, রাতে হঠাৎ বিকট শব্দ পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। আশপাশে পেট্রলের গন্ধে ছেয়ে যায়। বাজারের মাঝখানে হওয়ায় শব্দ পেয়ে আশপাশে থেকে অনেকেই ছুটে আসেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, ‘পুলিশের টহল থাকায় হামলাকারীরা বড় কোনো দুর্ঘটনা ঘটাতে পারেনি। পুলিশ ঘটনাস্থলে বোতল পেয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকের শাখার প্রধান ফটকে অগ্নিসংযোগ : বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের শাখার প্রধান ফটকের সাইনবোর্ডে আগুন দিয়েছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, রাত তিনটা থেকে ভোর চারটার মধ্যে দুজন এ ঘটনা ঘটিয়েছে। গতকাল রোববার বেলা দুইটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়িদহ ইউনিয়ন বাসস্ট্যান্ডের পাশে গ্রামীণ ব্যাংকের এই শাখার অবস্থান। অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাটি জানতে পারেন। ভিডিওটি দেখার পর অনেকেই ঘটনাস্থলে জড়ো হন।

গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, আজ সকালে তিনি সাইনবোর্ড পোড়া দেখতে পান। তিনি অফিসের দোতলায় থাকেন। অফিসে কোনো সিসিটিভি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও তিনি দেখেছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে প্লাস্টিকের দুটি খালি বোতল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বোতলগুলো দাহ্য পদার্থ বহনে ব্যবহার করা হয়েছিল। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের পক্ষ থেকে কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন : ফেনীতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার ভোরে এ ঘটনা ঘটে। স্মৃতিস্তম্ভটির অবস্থান ফেনী মডেল থানা থেকে মাত্র দেড়শ’ গজ দূরে। শহিদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরা এক যুবক কেরোসিন ঢেলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেন। তার পাশেই মাস্ক পরা আরও কয়েকজন যুবক দাঁড়িয়ে ছিলেন। এর মধ্যে একজন আগুন দেওয়ার ভিডিও মুঠোফোনে ধারণ করেন। আগুন লাগার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, স্তম্ভটি লোহার তৈরি হওয়ায় আগুনে এর নিচের কিছু অংশ পুড়ে কালো রং ধারণ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় জড়িতদের বেলা দেড়টা পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ।

জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর হাজারীবাগে মধ্যরাতে বাসে আগুন : রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ সড়কে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির সব কটি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, হাজারীবাগ সরকারি স্কুল অ্যান্ড কলেজের সামনে বাসটি থেমে ছিল। বাসটিতে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা তারা খতিয়ে দেখছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছেন তাঁরা। পাশাপাশি অন্য প্রযুক্তির সহায়তাও নিচ্ছেন। এদিকে গতকাল রাত ১১টা ১০ মিনিটের দিকে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে।

সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বলাকা পরিবহণ (ঢাকা মেট্রো ব ১৫-৮৮২৮) নামে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে রাজেন্দ্রপুর বাজার এলাকায় ঢাকা-মাওয়া হাইওয়ের সার্ভিস লেনে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে একটি সাদা মোটরসাইকেলে করে তিন যুবক এসে গাড়িতে আগুন দিয়ে চলে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমরা প্রথমে পানি দিয়ে নেভানোর চেষ্টা করি এবং ফায়ার সার্ভিসে খবর দিই। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।

পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, কেরানীগঞ্জ থানার পেট্রোল টিম আগুন লাগার সংবাদ দিলে দ্রুত ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে গাড়ির ভেতরের সিট, জানালার গ্লাস ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিক গাড়ির মালিক পক্ষের কাউকে না পাওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।

সাভারে পাঁচ ঘণ্টার ব্যবধানে আরেকটি বাসে আগুন : ঢাকার সাভারে পাঁচ ঘণ্টার ব্যবধানে দাঁড় করিয়ে রাখা আরেকটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে উপজেলার রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসের ভেতরের সব আসন পুড়ে গেছে। সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা বলেন, গতকাল রাতে রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ‘ইতিহাস’ পরিবহনের একটি বাস দাঁড় করিয়ে বাসায় চলে যান চালক ও চালকের সহকারী। এ সময় বাসের গেট তালাবদ্ধ ছিল। পরে রাত তিনটার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে চালক ও সহকারী ঘটনাস্থলে গিয়ে বালতি দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। সাভার ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। একটি ইউনিটের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, শনিবার রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। দ্রুতই আগুন নিভিয়ে ফেলা হয়। আগুনে বাসের ভেতরের সব আসন পুড়ে গেছে।

সিলেটে মোটরসাইকেলে এসে অ্যাম্বুলেন্সে আগুন দিল দুর্বৃত্তরা : সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে গত শনিবার রাতের দুটি ঘটনায় কেউ হতাহত হননি। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান চৌধুরী বলেন, হাসপাতালের ক্লোজড সার্কিট ক্যামেরায় দেখা গেছে, গত শনিবার রাতে দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। তারা মোটরসাইকেল রাস্তায় রেখে হাসপাতালের ভেতরে ঢুকে। পরে হাসপাতালের পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্সে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের মাথায় হেলমেট ও গায়ে হুডি পরা ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা সদস্য জুনাইদ জানান, শামসুদ্দিন আহমদ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গতকাল রাত ৩টা ১৫ মিনিটে তারা ঘটনাস্থলে যান। পরে আগুন নিয়ন্ত্রণ করে রাত ৩টা ৪৮ মিনিটে ফিরে আসেন। অন্যদিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গত শনিবার রাত ৩টা ৫০ মিনিটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে গতকাল রোববার ভোর ৪টা ৫০ মিনিটে ফিরে আসেন।

গতকাল সকালে সিলেট মহানগর পুলিশের কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

নোয়াখালীতে মধ্যরাতে সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ, বিস্ফোরণের শব্দ : নোয়াখালীর জেলা শহর মাইজদীতে মধ্যরাতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের উত্তর সোনাপুরের জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের এ বিক্ষোভের ২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা শাখার সদস্য মেহেদী হাসান ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন।

ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের ১৪-১৫ জন নেতাকর্মী একটি শাখা সড়ক দিয়ে উত্তর সোনাপুর-মাইজদী মহাসড়কে আসেন। তাদের অনেকেই মাস্ক পরেছেন, কেউ গামছা দিয়ে মুখ ঢেকে রেখেছেন। কয়েকজনের মুখ খোলা ছিল। তাদের একজন সড়কে একটি টায়ার রেখে সেটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর তারা সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেন। এ সময় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা, ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত বাস : গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল রোববার ভোরে এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় একটি বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘ভোর ৩টার দিকে গোপালপুর বাজার এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে কাশিয়ানী থানা-পুলিশ ও রাতইল সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে ফেলেন। ভোর ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত