ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রসঙ্গ : তারেক রহমানের দেশে ফেরা

‘তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি, চাইলে দেওয়া হবে’

‘তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি, চাইলে দেওয়া হবে’

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমার জানামতে, তিনি (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান) এখনো ট্রাভেল পাস চাননি। ট্রাভেল পাস চাইলে পাস ইস্যু করা হবে। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। আমার জানামতে, তিনি (তারেক রহমান) এখনো ট্রাভেল পাস চাননি। তিনি চাইলে পাস ইস্যু করা হবে। তারেক রহমানের কাছে বাংলাদেশী পাসপোর্ট আছে কিনা এমন প্রশ্ন করলে এ বিষয়ে কিছু জানা নেই বলে মন্তব্য করেন উপদেষ্টা। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়া প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমাদের সব রকম প্রস্তুতি আছে। চিকিৎসকরা বললে তখন নিয়ে যাওয়া হবে। ওনার (খালেদা জিয়া) পরিবার, দল ও চিকিৎসকরা নিশ্চিত করলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত