
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চাঞ্চল্যকর বদিউজ্জামান হত্যা মামলায় একই পরিবারের ৩ জনসহ ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলো ওই উপজেলার ময়নাকান্দি গ্রামের আবু সাঈদ, তার স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে মনির হোসেন, একই গ্রামের সাহেব উদ্দিন, সোহেল রানা, শাহজাহান মণ্ডল, শফিকুল ইসলাম, এরশাদ শেখ, রমজান আলী ও আবুল কালাম আজাদ।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (১) আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন। ওই আদালতের অতিরিক্ত পিপি শামসুজ্জোহা শাহান শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১১ সালে ওই গ্রামের বদিউজ্জামান নিজ গ্রামের আলমের কাছ থেকে ৩ শতক জমি কেনেন। এ জমি প্রতিবেশী আবু সাঈদ বাড়ি করে দখল করে নেয়। জমি ছেড়ে দেওয়ার জন্য বলা হলে আসামিরা হত্যার হুমকি দেয়। পরে সে জমি দখলে নেওয়ার চেষ্টা করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ইউপি নির্বাচন নিয়েও তাদের মধ্যে বিরোধ চলছিল।
একপর্যায়ে ওই বছরের ২৪ জুন সকালে বদিউজ্জামান আইনজীবীর কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরদিন সকালে একই এলাকার জমি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। এ মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।