ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার চিকিৎসায় ব্রিটিশ চিকিৎসক ঢাকায়

* এভারকেয়ারের কাছে হেলিকপ্টার ওঠানামা করবে, বিভ্রান্ত না হতে অনুরোধ * হাসপাতালের সামনে বিজিবি * খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জামায়াত আমির * খালেদা জিয়ার খোঁজখবর নিলেন মুফতি ফয়জুল করীম
খালেদা জিয়ার চিকিৎসায় ব্রিটিশ চিকিৎসক ঢাকায়

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল ঢাকায় পৌঁছেছেন। গতকাল বুধবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বলেন, ঢাকায় এসে ডা. রিচার্ড বিয়েল রাজধানীর এভায়কেয়ার হাসপাতালে যান। বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছের দুটি মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ-উড্ডয়ন করবে। তাই এ বিষয়ে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞপ্তি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসএফের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের কাছের দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন করবে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকার। পরে খালেদা জিয়ার নিরাপত্তা এসএসএফ নিয়োজিত করা হয়।

এভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন : রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। এই হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসাধীন। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বুধবার সকালে বিজিবি মোতায়েন করা হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, ঘটনাস্থলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এক প্লাটুন হাসপাতালের প্রধান গেটে মোতায়েন করা হয়েছে, অন্য প্লাটুন আশেপাশের এলাকায় টহল দিচ্ছে। সোমবার রাতে নিরাপত্তা জোরদার করতে এবং বিএনপি নেতাকর্মীদের ভিড় সামলাতে পুলিশ হাসপাতালের সামনে ব্যারিকেড স্থাপন করে। আগের দিনের মতোই গতকাল সকাল থেকে এভারকেয়ার হাসপাতালের বাইরে বিএনপি নেতাকর্মীরা জড়ো করেন।

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জামায়াত আমির : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গত মঙ্গলবার রাতে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন ডা. শফিকুর রহমান। তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন এবং এই কঠিন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের ধৈর্যধারণের জন্য দোয়া করেন। তিনি বলেন, আমরা আশা রাখি ও দোয়া করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এ সময় জামায়াত আমির বেগম জিয়ার আরোগ্য কামনা করেন এবং তার রোগমুক্তির জন্য মহান রবের নিকট দোয়া করেন। সঙ্গতকারণেই হাসপাতালে ভীড় করে শৃঙ্খলা ভঙ্গ না করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান এবং খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আবেদন জানান।

খালেদা জিয়ার খোঁজখবর নিতে এভারকেয়ারে মুফতি ফয়জুল করীম : ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করেন। বুধবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরীক সুস্থ্যতার খবরাখবর জানতে এবং বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের প্রতি সহমর্মীতা জানাতে এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলেন, ডাক্তারদের সাথে কথা বলে চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় শায়েখ চরমোনাই বলেন, বেগম খালেদা জিয়া একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। জাতির এই ক্রান্তিকালে তার উপস্থিতি প্রয়োজন। বিএনপির নেতাকর্মী ও তার পরিবারের প্রতি আমাদের সহমর্মীতা জানাচ্ছি।

গত মঙ্গলবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বিএনপির সব প্রস্তুতি রয়েছে। তবে বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের বাইরে কিছু করার সুযোগ নেই। যুক্তরাজ্য থেকে তাকে (খালেদা জিয়া) দেখার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন। ডা. জাহিদ হোসেন এ- ও বলেন, ‘যুক্তরাজ্যের চিকিৎসক দেখার পর যদি মেডিকেল বোর্ড মনে করে, তখন খালেদা জিয়াকে যথাযথভাবে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে।’ উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য এর আগে গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে এবং পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিয়েছিলেন খালেদা জিয়া। প্রায় চার মাস লন্ডনে অবস্থানের পর গত ৬ মে তিনি দেশে ফেরেন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত