ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইউক্রেনকে আরো ২.৫ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে আরো ২.৫ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে আবারো বড় অঙ্কের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী সপ্তাহে বাইডেন প্রশাসন কিয়েভকে আরো ২.৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠাবে আশা করা হচ্ছে। হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে গত সোমবার এ তথ্য জানানো হয়েছে। খবর তাসের।

ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য প্রায় ২.৫ বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছেন।

বাইডেন বলেন, গত সোমবার আমি ইউক্রেনের জন্য প্রায় ২.৫ বিলিয়ন নিরাপত্তা সহায়তা ঘোষণা করতে পেরে গর্বিত, কারণ ইউক্রেনের জনগণ তাদের স্বাধীনতা এবং রাশিয়ার আগ্রাসন থেকে স্বাধীনতা রক্ষা করে চলেছে।

বাইডেন আরো বলেছেন, মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে ইউক্রেনকে সহায়তার জন্য কয়েক হাজার গোলাবারুদ এবং হাজার হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা বিভাগ কয়েক হাজার রকেট এবং শত শত সাঁজোয়া যান সরবরাহের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছ, যা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের হাতকে আরো শক্তিশালী করবে। বাইডেন জানান, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ইউক্রেনের অবস্থানকে শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ চালিয়ে যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত