ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গাজায় তিন দিনে ৩০০ ফিলিস্তিনিকে হত্যা

গাজায় তিন দিনে ৩০০ ফিলিস্তিনিকে হত্যা

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত তিন দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আল জাজিরা বলছে, গত শনিবারেই ইসরায়েলি হামলায় ৬০ জনের বেশি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী বুরেইজি শরণার্থী ক্যাম্পের সামনে জড়ো হওয়া লোকদের ওপরও হামলা চালায়। এতে অন্তত চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। এ ছাড়া গাজার বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ে হামাসের যোদ্ধারা। সেইসঙ্গে ইসরায়েলি ভূখণ্ড ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে ইসরায়েলে নিহত হয় অন্তত ১২০০। এ ছাড়া অন্তত ২৫০ জনকে জিম্মি করে হামাস। এর জবাবে সেইদিনেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত