ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

১৬৮ বছরের পুরোনো মসজিদ ভেঙে দিল যোগী সরকার

১৬৮ বছরের পুরোনো মসজিদ ভেঙে দিল যোগী সরকার

ভারতের উত্তর প্রদেশের মিরাটে পুরনো মসজিদ গুঁড়িয়ে দিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। মসজিদটি প্রায় ১৬৮ বছরের পুরনো। গত শুক্রবার মসজিদটি ভাঙার আগে স্থানীয়দের ব্যাপক বাধার সম্মুখীন হয় উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্য নাথের প্রশাসন। গত রোববার মুসলিম মিরর এ খবর নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের যোগী সরকার যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের অজুহাতে মিরাট শহরের প্রসিদ্ধ দিল্লি রোডে অবস্থিত ১৬৮ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিয়েছে। ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে রাতে মসজিদটি ভাঙা হয়। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, মুসলিম সম্প্রদায়ের সম্মতিতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জ্বন্য মসজিদটি ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। পিটিআইকে দেয়া এক বিবৃতিতে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শহর) ব্রিজেশ কুমার সিং নিশ্চিত করেছেন, মসজিদের অপসারণ পারস্পরিক চুক্তির মাধ্যমে করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত