ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গাজামুখী ত্রাণবাহী জাহাজ ছিনতাই ইসরায়েলের, হামাসের নিন্দা

গাজামুখী ত্রাণবাহী জাহাজ ছিনতাই ইসরায়েলের, হামাসের নিন্দা

ইসরায়েলি বাহিনীর নির্মম অবরোধ ভাঙার লক্ষ্যে গাজা উপত্যকার উদ্দেশে রওনা হওয়া ব্রিটিশ পতাকাবাহী একটি ত্রাণের জাহাজ জব্দ করেছে ইসরায়েলি নৌবাহিনী। গত শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘হানদালা’ নামের জাহাজটি ইতালি থেকে রওনা হয়েছিল। এতে পার্লামেন্ট সদস্য, চিকিৎসক ও স্বেচ্ছাসেবকসহ ২১ জন নিরস্ত্র কর্মী ছিলেন।

জাহাজের ক্রুরা জানিয়েছেন, ইসরায়েলি নৌবাহিনীর জাহাজগুলো হানদালার দিকে এগিয়ে আসার আগে একটি ড্রোন জাহাজের ওপর চক্কর দিচ্ছিল। পরিস্থিতি বুঝে ক্রুরা জরুরি সহায়তার জন্য একটি ‘ডিস্ট্রেস কল’ পাঠান। জাহাজে থাকা যাত্রী হুয়াইদা আরাফ বলেন, ‘ইসরায়েলি জাহাজগুলো দেখার পর ক্রুরা ইসরায়েলের নৌবাহিনীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি।’ পরে হানদালার যাত্রী ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য এমা ফোরো জানান, ‘ইসরায়েলি বাহিনী জাহাজটি জব্দ করেছে।’

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, জাহাজের ক্রুরা জীবনরক্ষাকারী জ্যাকেট পরে হাত ওপরে তুলে আত্মরক্ষামূলক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।

খবরে বলা হয়, ‘হানদালা’ জাহাজে শিশুখাদ্য, সাধারণ খাবার ও ওষুধসহ এমন সব মানবিক সহায়তা ছিল, যা গাজার ভয়াবহ পরিস্থিতিতে অত্যন্ত জরুরি।

গত মাসেও ইসরায়েলি বাহিনী একইভাবে গাজামুখী একটি ত্রাণবাহী জাহাজ ছিনতাই করেছিল, যাতে ১২ জন হাই-প্রোফাইল আন্তর্জাতিক কর্মী ছিলেন। মে মাসেও, সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ কয়েকজনকে নিয়ে গাজার উদ্দেশে রওনা হওয়া একটি জাহাজ মাল্টার উপকূলের কাছে ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত