
গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীতে কর্মরত ১০ ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের অন্যতম শীর্ষ মানবাধিকার আইনজীবীরা লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাছে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেবেন বলে জানিয়েছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ওই আইনজীবীদের দলের সদস্য মাইকেল ম্যানসফিল্ড কেসি, গতকাল সোমবার স্কটল্যান্ড ইয়ার্ডের যুদ্ধাপরাধ ইউনিটের কাছে ২৪০ পৃষ্ঠার একটি নথি হস্তান্তর করবেন। নথিতে বেসামরিক নাগরিক এবং ত্রাণকর্মীদের হত্যা অভিযোগ আনা হয়েছে। স্নাইপার দিয়ে গুলি করা এবং হাসপাতালসহ বেসামরিক এলাকায় নির্বিচারে হামলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুক্তরাজ্যের আইনজীবী এবং গবেষকদের একটি দলের প্রস্তুত করা এই প্রতিবেদনে ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাসহ সুরক্ষিত স্থানগুলোতে সমন্বিত হামলা এবং বেসামরিক নাগরিকদের জোরপূর্বক স্থানান্তর ও বাস্তুচ্যুতির অভিযোগও আনা হয়েছে। অভিযুক্তদের মধ্যে বিভিন্ন স্তরের কর্মকর্তাও রয়েছে। তবে আইনি কারণে তাদের পরিচয় ও সম্পূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।