ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের ৫০ শতাংশই ভারতীয়

ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের ৫০ শতাংশই ভারতীয়

মার্কিন যুক্তরাষ্ট্রে কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আন্দোলন’ করার জন্য গত মাসে ৩২৭ জন বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ভাররেত কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছে, সেই তালিকার ৫০ শতাংশই ভারতীয়। ওই সব শিক্ষার্থীকে ‘রাষ্ট্রদ্রোহী’ তকমা দিয়েছে ট্রাম্প সরকার। ভারতের গণমাধ্যম বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, শিক্ষার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে খুব দ্রুতই ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে চায় দেশটি। এই বিষয়ে কংগ্রেস নেতা রমেশ আঙুল তুলেছেন মোদির সরকারের দিকে। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র সচিব মার্ক রুবিওর সঙ্গে আলোচনা করবেন কি না, সে প্রশ্নও তুলেছেন। ‘আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন’-এর প্রেস বিজ্ঞপ্তি এক্স হ্যান্ডলে পোস্ট করে রমেশ লিখেছেন, ‘ভিসা বাতিলের কারণগুলি অস্পষ্ট এবং অস্বচ্ছ। তাই এটি ভারতীয়দের কাছে এটি উদ্বেগ এবং আশঙ্কার কারণ।’ শুধু ভিসা বাতিলই নয়। ওই ৩২৭ জন শিক্ষার্থীকে ‘রাষ্ট্রদ্রোহী তকমা দিয়েছে ট্রাম্প সরকার। ফলে তারা আর কখনও আমেরিকায় যেতে পারবেন না।

যে ছাত্রছাত্রীদের ভিসা বাতিল করা হয়েছে, তাদের অনেকেই ফিলিস্তিনিদের অধিকারের দাবিতে মুখ খুলেছিলেন। গাজা দখলের অভিযানে ইসরাইলকে সহায়তার বিরোধিতায়ও সরব হয়েছিল। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছিলেন, ‘বিদেশি শিক্ষার্থীরা কী করছেন, সে দিকে আমরা প্রতি দিন কড়া নজর রাখি। তিনশোরও বেশি এ ধরনের পাগল রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত