ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে আল-শারার সাক্ষাৎ

ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে আল-শারার সাক্ষাৎ

কাতারে সংক্ষিপ্ত সফরকালে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরাকি সরকারের এক জ্যেষ্ঠ সূত্র ইরাকি সংবাদ সংস্থা (আইএনএ)-কে জানিয়েছে, আমির তামিম বিন হামাদ আল থানির সহায়তায় এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। কাতারের আমিরের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় বৈঠকে অস্থিতিশীল আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে সিরিয়ার চলমান বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়। যদিও সূত্রটি বৈঠক কবে হয়েছে তা নিশ্চিত করেনি, তবে শারা এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মঙ্গলবার কাতারে ছিলেন। কাতার বা সিরিয়ার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। আল- সুদানি বৈঠকে ইরাকের ‘সিরিয়ার মাটিতে ইসরায়েলি দখলদার বাহিনীর উপস্থিতিসহ সিরিয়ার উন্নয়নের ওপর নিবিড় পর্যবেক্ষণ-এর ওপর জোর দিয়েছেন।

তিনি ইরাকের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন, সিরিয়ায় একটি ব্যাপক রাজনৈতিক প্রক্রিয়ার পক্ষে কথা বলেছেন যা এর বৈচিত্র্যময় সামাজিক, ধর্মীয় এবং জাতীয় উপাদানগুলোকে সুরক্ষিত করবে। আইএনএ অনুসারে, ইরাকি নেতা পবিত্র স্থান, উপাসনালয় এবং সমস্ত সিরিয়ান সম্প্রদায়ের অধিকার রক্ষারও আহ্বান জানিয়েছেন। সূত্রটি আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী সিরিয়ার আলাউইত সম্প্রদায়ের সঙ্গে জড়িত সাম্প্রতিক ঘটনাগুলোর উল্লেখ করে বিশেষভাবে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত