রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের উপায় নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলগ এবং মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফসহ একটি মার্কিন প্রতিনিধিদল প্যারিসে শীর্ষ ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কেলগ জানিয়েছেন. তিনি এলিসি প্যালেসে ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়েরমাক এবং প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের সঙ্গে ‘খুব ফলপ্রসূ’ বৈঠক করেছেন। বৈঠকে তারা সংঘাত বন্ধ করার প্রচেষ্টার ওপর আলোকপাত করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী রুবিও জানান, তারা একটি স্পষ্ট উদ্দেশ্য নিয়ে প্যারিসে এসেছেন : ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য বাস্তব, ব্যবহারিক সমাধান নিশ্চিত করা। ‘তিনি জোর দিয়ে বলেন, এই মিশনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘এ যুদ্ধের অবসান এবং অপ্রয়োজনীয় রক্তপাত বন্ধ করার’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আনাদোলু বলছে, আলোচনাটি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি নিঃশর্ত যুদ্ধবিরতির এবং ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদি নিরাপত্তা কাঠামো তৈরির জন্য মিত্রদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সাম্প্রতিক মার্কিন প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।