ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

যেভাবে পুরোনো ঐতিহ্য পরিবর্তন করেছেন পোপ ফ্রান্সিস

যেভাবে পুরোনো ঐতিহ্য পরিবর্তন করেছেন পোপ ফ্রান্সিস

জর্জ মারিও বার্গোগলিওর জন্ম ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস আইরেসে, বাবা মায়ের পাঁচ সন্তানের মধ্যে তিনি সবার বড় ছিলেন। ফ্যাসিবাদের অত্যাচার থেকে বাঁচতে তার বাবা-মা তাদের জন্মভূমি ইতালি ছেড়ে পালিয়ে এসেছিলেন। ফ্রান্সিস ছিলেন আমেরিকা বা দক্ষিণ গোলার্ধের প্রথম পোপ এবং সেন্ট পিটার্সের সিংহাসনে নির্বাচিত প্রথম জেসুইট ছিলেন- জেসুইটদের ঐতিহাসিকভাবে রোমে সন্দেহের চোখে দেখা হত। ক্যামব্রিজ অভিধান অনুযায়ী জেসুইট বলতে এমন এক রোমান ক্যাথলিক পুরোহিতকে বোঝানো হয় যিনি সোসাইটি অব জিসাস-এর সদস্য। এটি এমন এক ধর্মীয় গোষ্ঠী যাদের যাত্রা ১৫৪০ সালে শুরু হয়েছিল। অনেক ক্যাথলিক ধরে নিয়েছিলেন যে নতুন পোপ একজন তরুণ হবেন, কিন্তু ২০১৩ সালে যখন তিনি পোপ হন তখন আর্জেন্টিনার কার্ডিনাল বার্গোগলিওর বয়স সত্তরের কোঠায় ছিলো। পোপ হিসেবে তিনি বেশ নমনীয় ছিলেন। যৌনতা বিষয়ে গোঁড়া দৃষ্টিভঙ্গিসম্পন্ন রক্ষণশীলদের কাছে আবেদন করার পাশাপাশি তিনি সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে উদারপন্থী ছিলেন। তার এমন অবস্থানের কারণে তিনি সংস্কারকদের নজর কেড়েছিলেন। পোপ থাকাকালে তিনি আড়ম্বরের চাইতে বিনয়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। তিনি পোপের জন্য নির্ধারিত বিলাসবহুর গাড়ি লিমোজিন ব্যবহার করেননি। তিনি বরং অন্যান্য কার্ডিনালদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বরাদ্দ সাধারণ বাস ব্যবহার করার উপর জোর দিয়েছেন। তিনি তার ধর্মোপদেশে, সামাজিক অন্তর্ভুক্তির আহ্বান জানান এবং সমাজের দরিদ্র জনগোষ্ঠীর প্রতি মনোযোগ দিতে ব্যর্থ সরকারদের সমালোচনা করেন। ঐতিহ্যগতভাবে, পোপের দেহাবশেষ শেষকৃত্যের আগের দিন তিনটি কফিনে রাখা হত, যা সাইপ্রেস, সীসা এবং ওক দিয়ে তৈরি। গত বছর পোপ ফ্রান্সিস অনুরোধ করেছিলেন যে তাকে যেন দস্তার প্রলেপ দেওয়া সাধারণ কাঠের কফিনে সমাহিত করা হয়। এই কফিনটি এবারের অন্ত্যেষ্টিক্রিয়ায় দেখা যাবে এবং সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রদর্শিত হবে। পোপ ফ্রান্সিসকে সমাহিত করার মাধ্যমেও ১০০ বছরের পুরনো ঐতিহ্যকে ভেঙে ফেলা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত