ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রবল বর্ষণে ঘরের ছাদ ধসে এক মা ও তার চার সন্তান ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর দ্বারকা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ ও উদ্ধারকারী বাহিনীর সদস্যরা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট জানিয়েছে, গত বৃহস্পতিবার শেষ রাত থেকে নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় শুরু হয়েছে প্রবল বর্ষণ। বস্তুত, গতকাল শুক্রবার ভোরে ঘুম ভেঙে উঠেই দিল্লিবাসী দেখেছেন মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎসহ ভারি বর্ষণ এবং ঝড়ো হাওয়া। এর আগে টানা বেশ কয়েক দিন ধরে তাপপ্রবাহ বয়ে গেছে রাজধানী ও তার সংলগ্ন এলাকাগুলোর ওপর দিয়ে। তাপপ্রবাহে কার্যত হাসফাঁস করছিল দিল্লি। সেই হিসেবে গত বৃহস্পতিবার শেষরাত থেকে শুরু হওয়া এই বৃষ্টি একদিকে যেমন স্বস্তি বয়ে এসেছে, তেমনি অন্যদিকে ভোগান্তিও সৃষ্টি করেছে।গতকাল শুক্রবার সকাল থেকে দিল্লির বহু এলাকায় জলবদ্ধতা দেখা দিয়েছে দিল্লির বহু এলাকায়।