সিঙ্গাপুরে শনিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থাকা পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) আবারও ভূমিধস বিজয় অর্জন করেছে। দেশটির টানা ৬৬ বছরের শাসনকাল আরও দীর্ঘায়িত করল এই ফলাফল, যা নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়ের জন্য বড় এক প্রাপ্তি। গত এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পিবিএস নিউজ। নির্বাচন বিভাগের ঘোষণা অনুযায়ী, ভোট গণনা শেষে পিএপি ৮২টি সংসদীয় আসনে বিজয়ী হয়েছে। এর আগেই তারা ৫টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। ফলে মোট ৯৭টি আসনের মধ্যে পিএপির দখলে এসেছে ৮৭টি আসন। বিরোধী ওয়ার্কার্স পার্টি আগের মতোই ১০টি আসনে অবস্থান ধরে রেখেছে।
প্রতিবেদন অনুযায়ী, পিএপির জনপ্রিয় ভোট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৫.৬ শতাংশে, যা ২০২০ সালের প্রায় রেকর্ড-নিম্ন ৬১ শতাংশের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। পিএপি সমর্থকরা স্টেডিয়ামে পতাকা উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন বিজয়ের আনন্দে। সিঙ্গাপুরের অর্থমন্ত্রী লরেন্স ওয়াং জনগণের কাছে পূর্ণাঙ্গ ম্যান্ডেট চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রেক্ষিতে উদ্ভূত অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য। সরকার ইতোমধ্যে প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়েছে এবং সম্ভাব্য মন্দার বিষয়ে সতর্ক করেছে। ৫২ বছর বয়সি ওয়াং বলেন, ‘এত দৃঢ় ম্যান্ডেট পেয়ে আমি অনুতপ্ত ও কৃতজ্ঞ।’ তিনি স্বীকার করেন, জনগণ আরও বিকল্প কণ্ঠস্বর চায় সংসদে, তবে দেশকে সামনে এগিয়ে নিতে একটি শক্তিশালী পিএপি টিম প্রয়োজন। তিনি বলেন, ‘এই ফলাফল সিঙ্গাপুরকে বৈশ্বিক অস্থিরতার মুখোমুখি হতে আরও শক্ত অবস্থানে রাখবে।’ সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির আইনবিষয়ক অধ্যাপক ইউজিন ট্যান বলেন, ‘২০২০ সালের পর বিরোধীদের অগ্রগতি না হওয়া ছিল কিছুটা বিস্ময়কর।’