ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

আফগান সীমান্তে পাকিস্তানকে শান্তির আশ্বাস দিল তালেবান

চীন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক
আফগান সীমান্তে পাকিস্তানকে শান্তির আশ্বাস দিল তালেবান

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের পশ্চিম সীমান্তে শান্তি বজায় রাখতে কূটনৈতিক অগ্রগতি অর্জিত হয়েছে। কাবুলে অবস্থানরত পাকিস্তানের আফগান বিষয়ক বিশেষ দূত মোহাম্মদ সাদিক খান আফগান তালেবান সরকারের কাছ থেকে শান্তিপূর্ণ সীমান্তের প্রতিশ্রুতি আদায় করতে সক্ষম হয়েছেন বলে গত রোববার একাধিক সূত্র জানিয়েছে। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। এই প্রেক্ষাপটে কাবুলে অনুষ্ঠিত হয়েছে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের প্রথম পর্ব, যেখানে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা, চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’এ আফগানিস্তানের অন্তর্ভুক্তি এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই বৈঠক অনুষ্ঠিত হয় কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এতে প্রতিনিধি দলস অংশগ্রহণ করেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হাক্কানি, চীনের আফগান বিষয়ক বিশেষ দূত ইউ শিয়াওয়েইং এবং পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক। বৈঠকে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক সম্পর্ক জোরদার করা এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতি অর্জনের জন্য পারস্পরিক শ্রদ্ধা এবং গঠনমূলক সম্পৃক্ততা অপরিহার্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত