ইসরাইল-ইরান চলমান সংঘাত নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ আপত্তিকর মন্তব্য করায় জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইসরাইলি সরকারের আগ্রাসনের সমর্থনে জার্মান চ্যান্সেলরের হাস্যকর এবং লজ্জাজনক মন্তব্যের পর, জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এর আগে, ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরাইলের বিমান হামলার জন্য দেশটির সামরিক বাহিনীর প্রশংসা করে জার্মান চ্যান্সেলর বলেন, ‘ইসরাইল আমাদের সবার (পশ্চিমা দেশগুলির) জন্য ময়লা পরিষ্কারের কাজ করছে।’
গত মঙ্গলবার কানাডায় অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে তিনি ইরানের বিরুদ্ধে ইসরাইলের সামরিক অভিযানের প্রশংসা করেন। সেই সঙ্গে তেহরানকে সতর্ক করে বলেন, কূটনৈতিক আলোচনা প্রত্যাখ্যান করলে তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হতে পারে। ইরান নিয়ে তার এমন মন্তব্যের জেরেই এবার জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। এর আগে, গত মঙ্গলবার ট্রাম্পের ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করার মন্তব্যে সমর্থন দেওয়ায় তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতকেও তলব করেছিল ইরান।