ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

‘আগামী দিনগুলো জটিল ও চ্যালেঞ্জিং হতে পারে’

‘আগামী দিনগুলো জটিল ও চ্যালেঞ্জিং হতে পারে’

ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চালানো হামলাকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। পাশাপাশি আগামী দিনগুলো ‘সংবেদনশীল, জটিল এবং চ্যালেঞ্জিং’ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।

ইরানে মার্কিন হামলার পর বিবৃতি দেন ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। সেখানে তিনি বলেন, ট্রাম্পের কথা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মধ্যে ‘গভীর এবং সাহসী জোট’ প্রদর্শন করে। তবে সতর্ক করে তিনি আরও বলেন, ‘ক্যাম্পেইন শেষ হয়নি। আগামী দিনগুলো সংবেদনশীল, জটিল এবং চ্যালেঞ্জিং হতে পারে।’ এছাড়া ইসরাইলি কর্মকর্তাদের জীবন রক্ষাকারী নির্দেশাবলী অনুসরণ করারও আহ্বান জানান হেরজেগ।

গত শুক্রবার ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত