ঢাকা বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ইউক্রেনে এবার দিনের বেলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৭

ইউক্রেনে এবার দিনের বেলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৭

ইউক্রেনে এবার দিনের আলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। গত মঙ্গলবার দুই দফায় পরিচালিত ওই হামলায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় নিপ্রোপেত্রোভস্কের রাজধানী দিনিপ্রো ও এর পার্শ্ববর্তী এলাকায় অন্তত ১৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আঞ্চলিক গভর্নর সেরহিই লাইস্যাক বলেছেন, দিনিপ্রোতে ১৫ জন নিহত এবং ১৮ শিশুসহ দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রায় ১০ কিলোমিটার দূরবর্তী সামার শহরে আরও দুইজন প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেশিরভাগ সময় গভীর রাতে পরিচালনা করে আসছে রাশিয়া। দিনিপ্রোর মেয়র বরিস ফিলাতোভ বলেছেন, দিনের আলোয় চালানো বিরল রুশ হামলায় আবাসিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ শহরজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলা যখন হলো, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তখন পশ্চিমাদের সামরিক জোটের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে নেদারল্যান্ডে রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত