ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী।
তারা জানিয়েছে, হাইপারসনিক ‘ফিলিস্তিন-২’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার ফলে বহু মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বিমান চলাচল বন্ধ করা হয়েছে। গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে, তেল আবিবের কাছে দখলকৃত লদ এলাকায় অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে একটি বড় সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেন, ‘ফিলিস্তিন-২’ ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
তিনি বলেন, এই হামলার কারণে লাখ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে।