ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরয়েলের, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরয়েলের, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস

সব বন্দিদের মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। গত শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা। তিনি বলেন, যুদ্ধবিরতি না হলে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস। ২০ মিনিটের ওই ভিডিওতে আবু ওবাইদা জানান, সম্প্রতি হামাস ইসরায়েলকে একটি একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। যেখানে সমস্ত বন্দিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল। তবে দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার কট্টর ইহুদিপন্থি মন্ত্রীরা সেটি প্রত্যাখ্যান করেছে। আবু ওবাইদা বলেন, আমাদের কাছে এটা পরিষ্কার যে বন্দিদের মুক্তির বিষয়ে ‘অপরাধী’ নেতানিয়াহু সরকারের কোনো আগ্রহ নেই। তিনি বলেন, হামাস এমন একটি চুক্তির পক্ষে যেখানে পুরোপুরি যুদ্ধের অবসান হবে, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং অবরুদ্ধ ফিলিস্তিনে ত্রাণ প্রবেশের নিশ্চয়তা থাকবে।

হামাসের এই নেতা আরও বলেন, যুদ্ধবিরতি নিয়ে কাতারে চলমান আলোচনা থেকে ইসরায়েল যদি সরে আসে তবে হামাসও কোনো আংশিক চুক্তিতে ফিরে আসবে না। হামাস যোদ্ধারা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত উল্লেখ করে ভিডিও বার্তায় আবু ওবায়দা বলেন, তারা গাজায় ইসরায়েলি বাহিনীকে নিশ্চিহ্ন করে দিতে অভিযান চালু রাখবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত