
ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) দেশটির সবচেয়ে বড় প্রদেশ হাদরামাউত এবং আল-মাহরা দখল করেছে। ডিসেম্বরের শুরুতে আকস্মিক সামরিক অভিযান চালিয়ে ইয়েমেনের সবচেয়ে তেলসমৃদ্ধ প্রদেশগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা।
তবে এসব অঞ্চলের দখল ছেড়ে দিতে এসটিসিকে প্রকাশ্যে আহ্বান জানিয়েছে সৌদি আরব। হারদামাউত ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ এবং এটির সঙ্গে সৌদির বিশাল সীমান্ত রয়েছে। এসটিসি নামের এই সশস্ত্র গোষ্ঠী ইয়েমেনকে দুই ভাগে ভাগ করতে চায়। তাদের দাবি, ১৯৯০ সালের আগে ইয়েমেন যেমন দুই ভাগ ছিল— এখন সেই আগের অবস্থাতেই ফিরে যেতে হবে।
এসটিসির যোদ্ধারা ওই দুটি প্রদেশে নিজেদের অবস্থান যখন শক্তিশালী করছিল তখন ভেতরে ভেতরে তাদের সরে যেতে বলছিল সৌদি। কিন্তু গতকাল বৃহস্পতিবার প্রকাশ্যে এই আহ্বান জানিয়েছে তারা।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সৌদি আরব ইয়েমেনের সকল রাজনৈতিক দল ও গোষ্ঠীর মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করছে। একইসঙ্গে দেশটি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে এবং এমন কোনো পদক্ষেপ না নিতে অনুরোধ করেছে যা সেদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করতে পারে; কারণ এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।’