
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) আলী রীয়াজ। গত বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরীর সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর আলী রীয়াজ প্রথমে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি করা হয় তাকে। গত অক্টোবরে ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়েছে। কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে জুলাইয়ে জাতীয় সনদ প্রণয়ন করেছে। এরপর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আলী রীয়াজকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন।