
নিজের পরিচয় গোপন রেখে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর কবর দেখে এসেছেন এক ইসরায়েলি সাংবাদিক। ২০২৪ সালের সেপ্টেম্বরে বাঙ্কার ব্লাস্টার বোমা দিয়ে লেবাননের রাজধানী বৈরুতে নাসরুল্লাহকে হত্যা করে দখলদার ইসরায়েল।
ইজহাক হোরোউইজ নামে এ সাংবাদিক অতি-গোঁড়া ম্যাগাজিন বি’কেহিল্লার জন্য লেখেন। তিনি লেবাননে তার গোপন সফর নিয়ে গত বৃহস্পতিবার একটি আর্টিকেল প্রকাশ করেছেন।
এই সাংবাদিক জানিয়েছেন, নাসরুল্লাহকে কবর দেওয়া হয়েছে বৈরুতের দাহিয়েহতে। তিনি আলী নামে স্থানীয় এক গাইডের সঙ্গে কবরটিতে যান। এই জায়গাটি হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। এছাড়া নাসরুল্লাহকে যেখানে হত্যা করা হয়েছে সেই স্থানও ঘুরেছেন তিনি।
গাইড আলী তাকে জানিয়েছেন, নাসরুল্লাহকে যেখানে কবর দেওয়া হয়েছে সেটি ছিল একটি ইনস্যুরেন্স কোম্পানির প্লট। এটি হিজবুল্লাহ কিনে নিয়েছে। এরপর সেখানে থাকা ভবন ভেঙে নাসরুল্লাহকে সমাহিত করা হয়েছে। গাইড জানিয়েছেন, হিজবুল্লাহ নাসরুল্লাহর কবরের পাশে একটি মসজিদ তৈরির পরিকল্পনা করছে। ইসরায়েলি সাংবাদিক বলেছে, তার গাইড তাকে বলেছেন যদি তাকে কেউ কোনো প্রশ্ন করে তাহলে তিনি যেন জবাব দেন, আরবি বোঝেন না। এছাড়া ইসরায়েলি পরিচয় কঠোরভাবে গোপন রেখে বলতে বলেছেন, কেউ জিজ্ঞেস করলে যেন বলেন স্পেন থেকে এসেছেন।
কবরের কয়েকটি ছবি তোলার পর এক অন্ধ ব্যক্তির ছবি তুলতে চেয়েছিলেন সাংবাদিক, ?যিনি ইসরায়েলে পেজার হামলায় নিজের চোখ হারিয়েছেন। কিন্তু গাইড তাকে সতর্ক করে বলেন, এই ব্যক্তির ছবি তুললে তার পরিচয় ফাঁস হয়ে যেতে পারে। তার এ আর্টিকেলটি ইসরায়েলি হিব্রু সংবাদমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।