ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ব ই প রি চি তি

অদৃশ্য সাম্রাজ্য

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ
অদৃশ্য সাম্রাজ্য

আপনি কি জানেন- পৃথিবীর রাজনীতি, অর্থনীতি আর যুদ্ধের নাট্যমঞ্চ পরিচালনা করছে কে? রথচাইল্ড, রকফেলারসহ এলিট পরিবাররা কীভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে সাম্রাজ্যের পেছনে বসে রাজা-রানি, ব্যাংক আর বিপ্লব নিয়ন্ত্রণ করছে? ইলুমিনাতি, জেসুইট, ফ্রিম্যাসন আর ট্রাইল্যাটারেল কমিশনের অদৃশ্য জাল কতদূর ছড়িয়েছে চেতনায়? বাইবেলের নিসিয়া কাউন্সিল থেকে শুরু করে আজকের হলিউড পর্যন্ত অন্ধকার শক্তির সুতোগুলো টানে কে? কেন ব্যাবিলনের হারুত-মারুতের কাব্বালা আজও আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান ও বিনোদনের আড়ালে লুকিয়ে কাজ করছে? সত্যিই কি আধুনিক বিশ্ব এক অদৃশ্য ডিপস্টেটের হাতে বন্দি? আমরা কি এক প্রোগ্রাম করা বাস্তবতায় বসবাস করছি? প্রযুক্তি, এআই তথা মেটাভার্স আমাদের কীভাবে গ্রাস করছে? ইয়াজুজ-মাজুজ কারা? তাদের প্রাচীর কোথায়? তারা কি মুক্তি পেয়েছে? এসব কল্পনা-জল্পনার সদুত্তর মিলবে অনুসন্ধানী লেখক শামিম হোসাইন রচিত ‘অদৃশ্য সাম্রাজ্য [বিশ্বশাসনের নীলনকশা]’ বইয়ে। এটি শুধু বই নয়, বরং প্রবেশদ্বার; যেখানে ইতিহাস মিলেছে গুপ্ত সংঘের রহস্যের সঙ্গে, বিজ্ঞান জড়িয়েছে ধর্মতত্ত্বে, আর রাজনীতি মিশেছে পরকালীন ভবিষ্যদ্বাণীতে।

এ বইয়ে উন্মোচিত হয়েছে ১৩ রহস্যময় পরিবারের গোপন ইতিহাস, গুপ্ত সংঘের পেছনের কথা, জাতিসংঘসহ ১৯ বৈশ্বিক সংস্থার মুখোশ উন্মোচন, ব্যাবিলনের আত্মা ও কাব্বালার পুনর্জাগরণ, ইসরায়েল ও বৈশ্বিক রাজনীতির অদৃশ্য ছায়া; ইয়াজুজ-মাজুজ, জুলকারনাইন ও গগ-ম্যাগগের প্রাচীর রহস্য; হলিউড, মিউজিক, ও খেলাধুলায় দাজ্জালের প্রতীকি প্রচার; প্রযুক্তির দাসত্ব, নিউরাল কন্ট্রোল ও ডিজিটাল দাসত্বের যুগ; খেলাফত, মাহদি ও কেয়ামতের শেষ যুদ্ধের ভূরাজনৈতিক পটভূমি; পোপতান্ত্রিক রাজনীতি, সৌদির দাসত্ব এবং ভ্যাটিকান প্যালেস রহস্য; টাইটানিক ষড়যন্ত্র, অলিম্পিক জাহাজ কাণ্ড; ফেডারেল রিজার্ভ প্রতিষ্ঠার কালো ইতিহাস; বিতর্কিত গসপেল নিষিদ্ধ রহস্য; স্ক্রোল লিপি; কুমরান জাতিসহ সবকিছুর সংমিশ্রণ তথা অতীত, বর্তমান ও ভবিষ্যত নিয়ে বিরল কাজ।

যদি প্রশ্ন জাগে, আমরা সত্যিই স্বাধীন তো? তাহলে বইটি আপনার জন্য। এতে সত্য ইতিহাসে সমৃদ্ধ প্রতিটি পৃষ্ঠা খুলে দেয় অন্ধকারের দরজা। বর্তমান বিশ্বের অস্থির ও জটিল সময়ের প্রেক্ষাপটে বইটি প্রয়োজনীয় সত্য-উন্মোচনের আহ্বান। লেখক গভীর অনুসন্ধান, ঐতিহাসিক বিশ্লেষণ ও ধর্মীয় ব্যাখ্যার আলোকে তুলে ধরেছেন সেই অদৃশ্য শক্তিগুলোর কার্যপদ্ধতি; যারা শতাব্দীর পর শতাব্দী ধরে মানবসভ্যতার গতিপথ নির্ধারণ করছে গোপনে। এ বই পাঠকের সামনে উন্মোচন করবে বিশ্ব-রাজনীতি, অর্থনীতি, ধর্ম, সংস্কৃতি এবং প্রযুক্তির অন্তরালে লুকানো সেই গুপ্ত চক্রের বাস্তব রূপরেখা। পাঠক এ গ্রন্থের মাধ্যমে বুঝতে পারবেন- কীভাবে অদৃশ্য শক্তি মানবজাতিকে এক অভিন্ন নিয়ন্ত্রণব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে, আর কীভাবে সত্যের আলোয় ফিরে আসাই আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ বাস্তবতা ও বিশ্লেষণই বইটিকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ করে তুলেছে। বইটি পাঠকের চিন্তা, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

মাকতাবাতুন নূর প্রকাশিত দুই খণ্ডের বইটিতে আরও রয়েছে ইসরায়েল আমেরিকা ইউরোপীয় রাজনীতি, দাজ্জালবিষয়ক তত্ত্ব, ইয়াজুজ-মাজুজ জাতির বিবরণ, রথচাইল্ডসহ ১২ পরিবারের কাহিনি, গুপ্ত সংঘ ও ইসরায়েলি প্রোপাগাণ্ডা, প্রধান আসমানি কিতাবের বিকৃতি দলিল, ফেডারেল রিজার্ভ, বিশ্ব ব্যাংক, সেক্যুলার, জাতীয়তাবাদ, জাতিসংঘ ইত্যাদি সংস্থার সূত্রতা।

জেসুইটস, ভ্যাটিকান প্যালেস, প্রযুক্তি, এআই, মেটাভার্স, সমকামিতা, ইলুমিনাতি, রকফেলার, নিউ এজ অর্ডার, নিউ ওয়ার্ল্ড অর্ডার, ইসরায়েলের অবৈধ রাষ্ট্রের উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্লট, বেলফোর ঘোষণা, অ্যানা ফ্রাঙ্কের ডায়েরির মিথ্যাচার, টাইটানিক ডুবানোর ষড়যন্ত্র, হিটলার নিয়ে মিথ, মালহামা, ইয়াজুজ-মাজুজ নিয়ে মিথ ও জাল হাদিসের রূপান্তর ও আধুনিক গবেষণা। চেপে রাখা এসব রহস্য উন্মোচনে পাঠোদ্দীপনা কামনা করছি।

বই : অদৃশ্য সাম্রাজ্য [বিশ্বশাসনের নীলনকশা]

লেখক : শামিম হোসাইন

প্রচ্ছদ : সিদ্দিক মামুন

প্রকাশক : মাকতাবাতুন নূর

খণ্ড : ২

পৃষ্ঠা : ৬৫০

দাম : ৭৫০ টাকা

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত