পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় আলোচিত আসামি, দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানসহ ৮ জ্বনের রায়ের দিন পিছিয়ে আগামী ১৮ মার্চ ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জ্বজ্ব জাকির হোসেন গালিবের আদালতে রায় প্রস্তুত না হওয়ায় নতুন এ দিন ধার্য করেন। আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন। গত ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে হয়েছে। এরপর আজ্ব রায়ের তারিখ ছিল।
মামলার অপর আসামিরা হলেন- রবিউলের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, ইমরানের বন্ধু রহমত উল্লাহ, স্বপন সরকার, দিদার পাঠান, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হোসেন এবং দুই কিশোরী মেহেরুন নেছা স্বর্ণ ওরফে আফরিন ওরফে আন্নাফী ও ফারিয়া বিনতে মীম ওরফে মাইশা। আসামিদের মধ্যে রবিউল ও সুরাইয়া পলাতক, অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আন্নাফী ও মাইশা জামিনে আছেন এবং অপর আসামিরা কারাগারে রয়েছেন। আন্নাফী ও মাইশার বিচার শিশু আদালতে চলছে। জানা গেছে, ২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জ্বঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজ্বধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন।