ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

দুদকের মামলায় কারাগারে সাবেক এমপি ও বিএনপি নেতা তুহিন

দুদকের মামলায় কারাগারে সাবেক এমপি ও বিএনপি নেতা তুহিন

নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপি নেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই মামলায় তার বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার আত্মসমর্পণের পর ঢাকার পৃথক দুটি বিশেষ জজ আদালতের বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক ও প্রদীপ কুমার রায় শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল এ তথ্য জানিয়েছেন।

এদিন আসামি তুহিন আদালতে উপস্থিত হন। তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিন চেয়ে আবেদন করেন। এসময় আইনজীবী শেখ সাকিল আহমেদ রিপনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শুনানি শেষে আদালত তুহিনের জামিন নামঞ্জুর করেন। একইসঙ্গে আদালত কারাবিধি অনুযায়ী ডিভিশন, চিকিৎসা, ব্যক্তিগত গাড়িতে যাতায়াত ও পরোয়ানা ফেরতের আবেদন মঞ্জুর করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত