ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বজ্রপাতে ট্রলিচালকের মৃত্যু

বজ্রপাতে ট্রলিচালকের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ধান নিয়ে আসার সময় বজ্রপাতে ট্রলিচালকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (দুপুরে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস চারমাইল এলাকার মফিজ উদ্দিনের ছেলে। বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, আব্দুল কুদ্দুস স্টেয়ারিং ট্রলি চালিয়ে ছাইবাড়ীয়া বিল থেকে ধান আনতে যান। এসময় বজ্রপাতে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন আব্দুল কুদ্দুসকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থলে আব্দুল কুদ্দুস নামের এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত