গাজীপুরের কাশিমপুর ও তিন সড়ক এলাকায় বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ হয়েছে। গতকাল রোববার কাশিমপুরের সুরাবাড়ি এলাকার মার্ক সোয়েটার লিমিটেড কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। এছাড়া তিন সড়ক এলাকায় স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ানস বিডির ছাঁটাই করা শ্রমিকরা ১৪ মাসের বকেয়া টাকা পাওনা আদায়ের দাবিতে বিক্ষোভ করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কাশিমপুরের সুরাবাড়ি এলাকার মার্ক সোয়েটার লিমিটেড গেটে গিয়ে কারখানা ফটকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। এ সময় কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা। তবে ওই কারখানা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কাজের রেট বৃদ্ধির জন্য তারা কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছিল। রোববার তাদের কাজের রেট প্রকাশ করার কথা থাকলেও সকালে এসে কারখানার গেটে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান। এ সময় তারা কারখানা খুলে দেওয়াসহ, এপিএম হাসমতের অপসারণ দাবি করে বিক্ষোভ করেন। এদিকে, স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ানস বিডির শ্রমিক আন্দোলন হলে ২০২৩ সালে তারা অনেক শ্রমিক ছাঁটাই করে।