ময়মনসিংহের ভালুকার পৌর সদরে একটি বাড়ি থেকে একই পরিবারের মা ও তার দুই শিশু সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের একটি বাড়িতে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), কন্যা রাইসা (৪) ও পুত্র নীরব (২)।
ভালুকা মডেল থানা পুলিশ জানায়, ভালুকার পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা রফিক উদ্দিনের স্ত্রী তার দুই শিশু সন্তান নিয়ে বসবাস করতেন। রাতে স্ত্রী ও দুই শিশু সন্তানকে রেখে পোশাক কারখানায় কাজ করতে যান সকালে ঘরের তালা বন্ধ দেখে ডাকাডাকির পর সাড়া না মেলায় ঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করলে তাদের লাশ দেখতে পান। পরে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনারস্থল থেকে গলাকাটা অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করে । ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল মনতোষ বিশ্বাস জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড কীভাবে সংঘটিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে বলে জানান তিনি।