
ফরিদপুরে হাসপাতাল হতে এক রোগীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে। মৃত ব্যক্তির নাম রাজু শেখ (৫৫)। তিনি বোয়ালমারী উপজেলার রামনগর গ্রামের শহীদ শেখের ছেলে। মৃত ব্যক্তি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগীর স্বজনরা লিফটের মধ্যে পচা-গলা প্রচণ্ড গন্ধ পেয়ে গন্ধের উৎস খুঁজতে থাকে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হাসপাতালে ওয়ার্ড-মাস্টারকে ডেকে আনলে লিফটের পাটাতন খুলে দেখতে পায় - লিফটের নিচে একটি লাশ পড়ে আছে। তখন তারা কোতোয়ালি থানাকে অবগত করে। তাৎক্ষণিকভাবে থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।