
জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে রংপুর জেলা বিএনপির উদ্যোগে মৌন মিছিল এবং শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় গ্র্যান্ট হোটেল মোড়স্থ কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এর আগে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহরে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মৌন মিছিল অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সদস্য মো: আনিছুল ইসলাম লাকু। এসময় জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এসময় গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।