ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন শিক্ষা পরিষদ। গত ১৮ জুলাই সাতক্ষীরার নলতা শরীফে আহ্ছানিয়া মিশন মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলার দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধনা অংশগ্রহণ করে। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন শিক্ষা পরিষদের আহ্বায়ক মো. ইউনুছ, সদস্য সচিব এএফএম এনামুল হক, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ, শ্যামনগর সরকারি মহসীন কলেজের প্রভাষক ইয়াসিন আলী প্রমুখ। দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান প্রধানগণ, কৃতী শিক্ষার্থীদের গর্বিত অভিবভাকগণ এবং স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবর্ধনা আয়োজনের এই অনুষ্ঠানটি পরিচালনা করেন খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলাম। উল্লেখ্য আহ্ছানিয়া মিশন শিক্ষা পরিষদ নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান। দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে এই পরিষদ স্থানীয় শিক্ষার্থীদের বৃত্তি, শিক্ষা উপকরণ সহায়তা, উচ্চ শিক্ষায় বিনাসুদে শিক্ষাঋণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সহায়তা করে আসছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত