
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৩১ লাখ টাকা মূল্যের দু’টি স্বর্ণের বার উদ্ধার করেছে। মেদিনীপুর বিওপির সদস্যরা গয়েশপুর কাদাবাগান এলাকায় অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। বিজিবি জানিয়েছে, মহেশপুর বিজিবি ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির নায়েব সুবেদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে গয়েশপুর গ্রামের কাদাবাগান এলাকায় একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এ সময় মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যান। পরে জব্দকৃত মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে দু’টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।